BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

Barabani বাড়িতে ঢুকে আলমারি ভেঙ্গে চুরি 

বেঙ্গল মিরর, মনোজ শর্মা , বারাবনি : বারাবনি ব্লকের দমহানি বাজার ছোট মোড় লাগওয়া  নজরুলপল্লীতে কাল গভীর রাত্রে কাজী  নজরুল  মন্ডলের  বাড়িতে চুরি হয়ে যায়। সেই সময় বাড়িতে কেউ ছিল না। নজরুল বাবু কয়েকদিন ধরে নিজের শরীর চেকআপ করাতে  গেছিলেন ভেলোরে এবং এখনো উনি ভেলোরে চেকআপের জন্য আছেনএই সময়টাকে চোরেরা নিজের হাতিয়ার করে নিল বাড়িতে ঢুকে সোনা, গয়না কাপড় ঘড়ি দামি সামগ্রিক নিয়ে চম্পট দেয়। উপর নীচে দুটো আলমারি ভেঙ্গে চুরমার করে দেয় অন্যদিকে  লোহার রেলিং ভেঙে পেছনে দরজা দিয়ে ঢুকে স্থানীয় মানুষ দরজা খোলা দেখে উনার মেয়েকে ফোনে জানানো হয় এবং উনার মেয়ে এসে দেখেন পুরো দরজা ফর্সা ছাড়ানো আছে আলমারি খোলা তার পরে পুলিশকে খবর দেয়া হয় পুলিশ যে দেশে এসেছে। 

আসানসোলের বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে শুরু তিনদিনের চিত্র প্রদর্শনী 

ব্যাগ থেকে উদ্ধার ২৫ টি পিস্তল ও ৪৬ টি কার্তুজ, বরাকরে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ধৃত এক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *