স্বাধীনতা আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার ৯০ তম আত্মোৎসর্গ দিবস
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য আসানসোল। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার ৯০ তম আত্মোৎসর্গ দিবস সারা ভারতবর্ষের বিভিন্ন সরকারি প্রকল্পে কর্মরত নারী শ্রমিকরা স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া ডাকে শুক্রবার ধর্মঘটে সামিল হল। আসানসোলে বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মবিরতি করে বিক্ষোভ প্রদর্শন করল পৌর স্বাস্থ্যকর্মীরা।
আসানসোল পৌরনিগমের ও স্বাস্থ্যকর্মী মঞ্জু চক্রবর্তী গৌরী চক্রবর্তী প্রতিমা দাস প্রমুখরা দাবি তোলেন অবিলম্বে স্থায়ী কর্মীর স্বীকৃতি ও সম্মান মর্যাদা দিতে হবে ।ন্যূনতম বেতন ২১ হাজার টাকা করতে হবে, করোনা যোদ্ধাদের করোনা ভাতা চালু রাখতে হবে। করোনা আক্রান্তদের সরকার ঘোষিত এক লক্ষ টাকা চিকিৎসা দিতে হবে।
যারা নিজের এলাকায় যেতে পারেন না তাদের নিজে থেকেই সরে যাওয়া উচিত : বিধান