Raniganj 43 লক্ষ টাকা দিয়ে রাস্তা মেরামতের উদ্যোগ নিল ADDA
বেঙ্গল মিরর, রাণীগঞ্জ, চরণ মুখার্জি : রানীগঞ্জের Raniganj দীর্ঘ প্রতীক্ষিত ভাঙাচোরা রাস্তা এবার মেরামতের উদ্যোগ নিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ ADDA। বেশ কয়েক দফায় রাস্তার জন্য আন্দোলন করা, পথ অবরোধ করা, সহ বিভিন্ন কর্মসূচি করতে দেখা গেছে এলাকার বাসিন্দাদের, এই রাস্তা মেরামত করার লক্ষ্যে। এবার শেষমেষ সেই রাস্তা কে মেরামত করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা, এলাকার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় Tapas Banerjee। 34 নম্বর ওয়ার্ডের এই রাস্তাটি মেরামত করার জন্য 43 লক্ষ 27 হাজার 251 টাকা খরচ করতে চলেছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/09/fb_img_163242299223933909121332552653-500x375.jpg)
বৃহস্পতিবার এই রাস্তা মেরামতের লক্ষ্যে নারকেল ফাটিয়ে এর উদ্বোধন পর্ব সারলেন আসানসোল কর্পোরেশন এর পৌর প্রশাসক অমরনাথ চ্যাটার্জি সাথেই রানীগঞ্জের বিধায়ক তথা আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, ছিলেন আরও বহু বিশিষ্টজনেরা। এলাকার বিধায়ক এদিন দাবি করেন তিন মাসের মধ্যেই এই রাস্তা সারাইয়ের কাজ সম্পন্ন হবে, যা সিয়ারসোল রাজবাড়ী মোড় থেকে সিয়ারসোল এর তেমাথা মোড় পর্যন্ত নির্মিত হবে। বিধায়ক জানান অনেকেই এই রাস্তা নিয়ে বিভিন্ন প্রকার কথা তুলে প্রচারের আলোয় আসতে চাইছে, যা নোংরা রাজনীতি ছাড়া আর কিছুই নয়, বলেই তাঁর দাবি,
তিনি এদিন দাবি করেন রাস্তার মান খারাপ হলে বা ত্রুটিপূর্ণ হলে সে বিষয়টি অবশ্যই যেন তাদের জানানো হয়, এ বিষয়ে এই রাস্তা নির্মাণের কাজে নিয়োজিত সদস্যদের কিছু না জানিয়ে ভুল ভ্রান্তি থাকলে তা তাদের কাছেই জানানোর কথা জানিয়েছেন বিধায়ক। তবে যেভাবেই হোক দীর্ঘ প্রতীক্ষার পর সিয়ারসোলের ভাঙাচোরা রাস্তা ফের গড়ে তোলার উদ্যোগ স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা। এখন দেখার তিন মাসের মাথায় এই রাস্তা আবার নতুন করে সুন্দরভাবে গড়ে ওঠার বিষয়টি।
ব্যাগ থেকে উদ্ধার ২৫ টি পিস্তল ও ৪৬ টি কার্তুজ, বরাকরে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ধৃত এক