তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বারাবনি চক্রের সভাপতি হলেন বরুণ বাউরী
বেঙ্গল মিরর,মনোজ শর্মা, বারাবনি : সম্প্রতি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বারাবনি চক্রের সভাপতি নির্বাচিত হলেন জামগ্রাম উত্তর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট সমাজসেবী বরুণ বাউরী এবং সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্ত হলেন দোমোহানী গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নীলাদ্রি দত্ত ।
এদিন আনুষ্ঠানিক ভাবে তাঁদের হাতে চক্রের সংগঠনের দায়িত্ব প্রদান করলেন সংগঠনের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি হিমাদ্রি শেখর পাত্র মহাশয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দায়িত্ব প্রাপ্ত রাজ্য সভাপতি অশোক রুদ্র ।
অশোক বাবু ও হিমাদ্রি বাবুর নির্দেশে সদ্য দায়িত্ব প্রাপ্ত পদাধিকারীগণ শিক্ষা ও শিক্ষকদের স্বার্থে এবং দলীয় শৃঙ্খলায় সকলকে একত্রিত করে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হন। অশোক রুদ্র তাঁদের সুশৃঙ্খলভাবে কাজ করার আহ্বান জানিয়ে জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।