ভারত বন্ধের সমর্থনে সিপিআইএমএর মিছিল
বেঙ্গল মিরর,মনোজ শর্মা, বারাবনি : আজ বারাবনি ব্লকের দোমোহানী সিপিআইএম পার্টির কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়, সাতাশে সেপ্টেম্বর আটটি ট্রেড ইউনিয়নের ডাকা ভারত বন্ধের যাতে মানুষ বন্ধ পালন করা হয় এবং দমহানি হাট তলায় একটি পথসভা করা হয় এই প্রথম সভায় কেন্দ্র ও রাজ্যের যেসব নীতি তৈরি করা হচ্ছে এবং রাষ্ট্রায়ত্ত জিনিসগুলো কে বিক্রি করে দেয়ার যে চক্রান্ত চলছে তারই প্রতিবাদ এই পথ সভায় উপস্থিত ছিলেন কমরেড শ্যামল মাঝি,শেখ শফিক,দীপক শর্মা, তপন দাস রবিন সাধু