Bengali NewsCOVID 19DURGAPUR

দুর্গাপুরের হাসপাতালে ৩ করোনা সংক্রমিত শিশু চিকিৎসারত, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বললেন সিএমওএইচ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: উৎসবের সময় ‘করোনা’ নিয়ে উদাসীন না হয়ে বরং আরও সতর্ক হওয়ার প্রয়োজন আছে। দুর্গাপুর সাব ডিভিশনাল হাসপাতালে, তিনটি শিশুকে কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে করোনা সংক্রমণ পাওয়া গেছে এবং নিশ্চিত করা হয়েছে। সিএমওএইচ ড: শেখ মো: ইউনূসকে বলেন যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই। সমস্ত শিশু সুস্থ এবং তাদের কোন ধরনের “গুরুতর” সমস্যা নেই। তিনি বলেন, উৎসবের সময় মানুষকে সতর্কতা অবলম্বন করতে হবে। নিয়মিত মাস্ক ব্যবহার করুন। ভিড়ের মধ্যে যাওয়া এড়িয়ে চলুন। যদি আপনার কোন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকে, তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন।

লক্ষণীয়, গত কয়েক সপ্তাহ ধরে, পুরো রাজ্য অজানা জ্বরে আতঙ্কিত ছিল। বিশেষ করে উত্তরবঙ্গে পরিস্থিতি ছিল ভয়াবহ। ভাইরাল জ্বরের কারণে শিশুদের ক্রমাগত হাসপাতালে ভর্তি করা হচ্ছিল। এই ধারাবাহিকতায় দুর্গাপুরের হাসপাতালে ভর্তি তিন শিশুর মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *