Swastha Sathi ক্যাম্প পরিদর্শনে কর্পোরেশন বোর্ড মেম্বার চন্দ্রশেখর কুন্ডু
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড মেম্বার চন্দ্র শেখর কুণ্ডু মঙ্গলবার কুলটি এলাকায় স্বাস্থ্যসাথী কার্ড তৈরির জন্য চলমান ক্যাম্পগুলি পরিদর্শন করেন। ওই সময় তিনি কর্মীদের নির্দেশ দেন যে, কার্ড তৈরি করতে মানুষকে যেন কোন সমস্যার সম্মুখীন হতে না হয় সেদিকে যাতে নজর দেওয়া হয়। তিনি বলেন, যে যারা দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য সাথী স্কিমের জন্য আবেদন করেছিলেন এবং তাদের মধ্যে যাদের নাম কলকাতা থেকে অনুমোদিত হয়ে এসেছে তাদের কার্ড তৈরির জন্য ১০ নম্বর বরোতে ক্যাম্প তৈরী করা হয়েছে। ওই ক্যাম্পে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য কার্ড তৈরি করা হচ্ছে।




Coal Smuggling শিকড় খুঁজতে আরো জেরা জরুরী, দাবি CBIর, জয়দেব সহ ৪ জনকেই হেফাজতে নিলো