ASANSOL

১৫২ তম জন্মদিবসে আসানসোল পুরনিগমের তরফে মহাত্মা গান্ধীকে স্মরণ

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২ অক্টোবরঃ ১৫২ তম জন্মদিবসে আসানসোল পুরনিগমের তরফে জাতির জনক মহাত্মা গান্ধীকে স্মরণের পাশাপাশি শ্রদ্ধা জানানো হয়। শনিবার সকালে এই উপলক্ষে আসানসোল আদালত চত্বরে গান্ধী মূর্তির সামনে পুরনিগমের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে জাতির জনকের মূর্তিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান অমিতাভ বসু, সদস্য চন্দ্রশেখর কুন্ডু, প্রাক্তন কাউন্সিলর শ্রাবণী মন্ডল, প্রদীপ ঘটক সহ অন্যান্যরা।

गांधी को जयंती


পুর প্রশাসক বলেন, ভারতবর্ষকে জানতে গেলে আগে মহাত্মা গান্ধীকে জানতে হবে। তার আদর্শ কি ছিলো, তা আজ দেশ যারা চালাচ্ছে, তাদের জানা দরকার। আমরা যদি, তার নীতিকে পাথেয় করে চলি, তবেই, তাকে সঠিক শ্রদ্ধা জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *