ছাত্র সংঘ ক্লাবের পক্ষ থেকে ২৯ তম পার্বতী চরণ রায় এবং মঞ্জু চৌধুরী মেমোরিয়াল চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতার আয়োজন
বেঙ্গল মিরর ,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বুধবার বিকেলে আসানসোলে গ্রামের রামসায়র ময়দানে ছাত্র সংঘ ক্লাবের পক্ষ থেকে ২৯ তম পার্বতী চরণ রায় এবং মঞ্জু চৌধুরী মেমোরিয়াল চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ৮ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে ” হায়াত আসানসোল” এবং “ফুটবল একাডেমি, বার্নপুর” টিম মুখোমুখি হয়। হায়াত আসানসোল ফুটবল একাডেমী বার্নপুরের টিমকে ৩-০ গোলে পরাজিত করে। হায়াতের পক্ষ থেকে রাজা
২ গোল এবং জিরাত ১ গোল করেন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগঞ্জ বিধায়ক এবং এডিডিএ চেয়ারম্যান তাপস ব্যানার্জি, ছাত্র সংঘের প্রধান পৃষ্ঠপোষক এবং আসানসোল গ্রাম দেবোত্তর ট্রাস্টের সভাপতি শচীন রায়, প্রাক্তন কাউন্সিলর শিখা ঘটক ছাড়াও পুষ্কর রায়, প্রভাকর রায়, অশোক রায়, ছাত্র সংঘের প্রেসিডেন্ট কুনাল রায়, ছাত্র সংঘের সেক্রেটারি চন্দ্রনাথ রায়, গেমস সেক্রেটারি ভোলানাথ রায়, গৌরব রায় প্রমুখ উপস্থিত ছিলেন।