সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সম্পর্কে প্রস্তাব নিয়ে পুর প্রশাসকের কাছে ডেপুটেশন আসানসোল নাগরিক উদ্যোগের
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: দিন কয়েক আগেই অতিবর্ষনে প্লাবিত হয়েছে আসানসোল। দুর্গাপুজোর মুখে ক্ষয়ক্ষতির পরিমাণ আকাশছোঁয়া। বিপদে পড়েছেন প্রচুর মানুষ। আর সেই সাম্প্রতিক বন্যার পরিপ্রেক্ষিতে আসানসোল পৌরনিগমে স্মারকলিপি প্রদান করল নাগরিক উদ্যোগ।এ ব্যাপারে নাগরিক উদ্যোগের তরফে শান্তনু সেনগুপ্ত বলেন,
“ভৌগোলিক কারনে উঁচুতে অবস্থিত হওয়ার কারণে আসানসোলে সেভাবে কখনো বন্যা হয় নি অথবা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। কিন্তু সম্প্রতি বেশ কিছু দিন ধরেই বৃষ্টি বেশি হলে আসানসোলের বিস্তীর্ণ অঞ্চল বিশেষত যেসব অঞ্চল অপেক্ষাকৃত নিচুতে সেই অঞ্চল প্লাবিত হচ্ছে।এবারের বৃষ্টি একই সঙ্গে দেখিয়ে দিল নিকাশী ব্যবস্থার দুর্বল দিক। সেকারণেই পুর প্রশাসকের হাতে এই স্বারকলিপি প্রদান।”
মূলত, চারটি দাবির ভিত্তিতে আসানসোল পৌর নিগমে পুর প্রশাসক অমরনাথ চ্যাটার্জীর হাতে দাবিপত্র পেশ করে “আসানসোল নাগরিক উদ্যোগ”। দাবিগুলি প্রধানত — ১) গাড়ুই ও নুনিয়া নদী সংস্কার ও পুনরুদ্ধার, ২) শহরের নিকাশী ব্যবস্থার সংস্কার , ৩) প্লাস্টিক উৎপাদন বিপনন ও ব্যবহারে নিষেধাজ্ঞা ৪) জলাজমি বোজানো বন্ধ করা। ওই সংগঠনের তরফে জানানো হয় স্মারকলিপির কপি জেলাশাসক ও আসানসোল -দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছেও পাঠানো হচ্ছে। ডেপুটেশন অর্থাৎ স্বারকলিপি দেওয়ার সময় সংগঠনের পক্ষে শান্তনু সেনগুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন স্বাতী ঘোষ ও সুদীপ্তা পাল। পরবর্তীকালে পৌঁছন অন্য এক সদস্য সুমন কল্যান মৌলিক।