মেজিয়া ব্রিজে গাড়ির ধাক্কায় মৃত্যু হল রানীগঞ্জের বাসিন্দার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : সপ্তমীর দিনে ভ্যানে করে ফল বোঝাই করে মেজিয়া সরবরাহ করে ফেরার পথে 60 নম্বর জাতীয় সড়কে মেজিয়া ব্রিজ এর অপর এক হাইড্রা গাড়ির ধাক্কায় মৃত্যু হল রানীগঞ্জের সাহেবগঞ্জ গরাই পাড়ার বাসিন্দা বছর 45 এর মধুসূদন গরাই এর। অন্যদিনের মতো এদিন তিনি মেজিয়া বাজারে ফল সরবরাহ করে দুপুর দেড়টা নাগাদ বাড়ি ফিরছিলেন তখনই পেছন থেকে এক হাইড্রা গাড়ি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাস্তায় যাতায়াতকারী যাত্রীরা ও স্থানীয় এলাকার পুলিশ বিষয়টি লক্ষ্য করে দেহটিকে উদ্ধার করে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। পরে দেহটির ময়নাতদন্তের জন্য বাঁকুড়া জেলা হাসপাতালে পাঠানো হয় । মঙ্গলবার এর এই মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে এলাকার বাসিন্দারা মৃতের পোষের ক্ষতিপূরণের দাবিতে গাড়িটি আটকে বিক্ষোভ দেখাতে থাকে। পরে মেজিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের পরিজনদের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।
Samsung galaxy note 20 ultra