দুয়ারে নতুন বস্ত্র বিতরণ কর্মসূচী
বেঙ্গল মিরর, আসানসোল : আজ WBTPTA হিরাপুর চক্র ও WBTMYC আসানসোল দক্ষিণ টাউনের উদ্যোগে যথাক্রমে নবঘন্টি বাউরীপাড়া ও বার্ণপুর টাউনে বস্ত্র বিতরণ করা হলো। WBTPTA রাজ্য় সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে বার্নপুরের বিভিন্ন এলকায় বাড়ি-বাড়ি গিয়ে শাড়ি বিতরণ করলেন। ওনার সাথে যুব তৃনমূলের ব্লক সভাপতি অমিত সেন সহ অন্য়ানরা।
অশোক রুদ্র বলেন মুখ্য়মন্ত্রী মমতা বনদ্য়োপাধ্য়ায়র অনুপ্রেরণায় এই কর্মসুচি পালন করা হছে, এটি একটি ছোট প্রয়াস, সবার মুখে হাসি ফোটানোর. সবাই পূজোর আনন্দ উপভোগ করতে পারে তাই আমরা দুয়ারে-দুয়ারে গিয়ে নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি নিয়েছি।
বিশ্ববাংলা শারদ সম্মান ২০২১ : পশ্চিম বর্ধমান জেলায় সেরা আসানসোলের ১ ও দূর্গাপুরের ২টি পুজো