বারাবনির চরণপুরে ধস, ফাটলের ১৩ দিন পরেও প্রশাসন নীরব
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি:বারাবনি ব্লকের দোমোহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর মোড় থেকে চরণপুর তিন নম্বর রেলওয়ে সাইডিং যাবার রাস্তার উপরে ব্যাপক আকারে ফাটল দেখা দিয়েছে প্রায় 75 ফুট লম্বা ও 50 ফুট ডিপ হয়ে গেছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেপ্রায় 13 দিন হতে চলল এখন অব্দি কোনো ব্যবস্থা করা হয়নি না কোন ব্যারিকেট রাস্তার মধ্যে না কোনরাস্তার উপরে লেখা আছে কিছুই দেখা যাচ্ছে না এবং এই পূজার সময় প্রায় দিন রাত্রে বেলায় মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করে যেকোনো সময় ভয়ানক ঘটনা হতে পারে।