আসানসোল শহরে অবৈধ হোর্ডিং সরানো হল
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল পৌর কর্পোরেশনের প্রশাসক অমরনাথ চ্যাটার্জির নির্দেশে শহরে অবৈধভাবে রাখা বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।যা সোমবার পৌর কর্পোরেশনের একটি দল শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে রাখা বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযান শুরু করে। আসানসোল নগরীর জিটি রোডে এর আশেপাশে এ ধরনের অবৈধ হোর্ডিং ছড়িয়ে পড়েছে।পৌর কর্পোরেশনের উপ -সহকারী প্রকৌশলী সাদ্দামুল হকের নেতৃত্বে কালি পাহাড়ি ও এর আশপাশের এলাকা থেকে প্রায় দুই ডজন অবৈধ হোর্ডিং সরানোহয়।




এর আগেও অবৈধ হোর্ডিং কেটে কেটে সরানো হয়েছে। চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জি বলেন,শহরের উন্নয়নে তহবিল দরকার। পৌর কর্পোরেশনের আয়ের উৎস সীমিত।এই সীমিত সম্পদের আয় থেকে, কালী পাহাড়ি এলাকায় অবৈধভাবে রাখা বিজ্ঞাপন সরিয়ে পৌর নিগমের কর্মীদের বাড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, তারা যে ব্যবসাই করুক না কেন,তাদের পৌর কর্পোরেশনের লাইসেন্স সহ হোর্ডিং লাগাতে হবে। তিনি জনগণকে যে কোন কর প্রাপ্য পরিশোধ করার জন্য আবেদন করেছিলেন। আসানসোল কেবল করের টাকা দিয়েই বিকশিত হয়। তিনি সকলকে অনুরোধ করেছেন, যাদের কর বকেয়া আছে তাদের বিলম্ব না করে পরিশোধ করার চেষ্টা করুন।
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আসানসোলে বিজেপির প্রতিবাদ