Bengali NewsDURGAPUR

Durgapur বেনাচিতি বাজারে ৭ লক্ষ টাকার জামা কাপড় চুরি

বেঙ্গল মিরর, দুর্গাপুর : দুর্গাপুর বেনাচিতি বাজারে ( Durgapur Benachity Market) নামি-দামি বস্ত্রের দোকানে লক্ষাধিক টাকার জামা কাপড় চুরির ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি চোরের দল ক্যাশবাক্স খুলে ৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিস এসে ঘটনার তদন্ত শুরু করেছে। দোকানের মালিকের দাবি, দোকানের একটি ফ্রেন্সি প্লাই বোর্ড কেটে চোরের দল দোকানের ভেতরে ঢুকেছে। এবং বাছাই কড়া মূল্যবান জামাকাপড় নিয়ে যায় চোরের দল। প্রায় ৭ লক্ষ টাকার জামাকাপর নিয়ে গিয়েছে চোরের দল। দোকানের সিসিটিভি ভাঙচুর করে। পুজোর দশমী দিন থেকে দোকান বন্ধ ছিলো। এদিন সকালে দোকান খুলতেই নজরে পড়ে দোকানের সমস্ত জামাকাপড় লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। তড়িঘড়ি পুলিসে খবর দেয়।

দুর্গাপুরে মৌমাছির কামড়ে এক বৃদ্ধর মৃত্যু

জেলায় বালির সংকট দূর হতে চলেছে, ৫ ই নভেম্বর পর্যন্ত আরো ছটি লীজ হোল্ড মজুদ এলাকা থেকে বালি তোলার অনুমতি দেয়া হলো 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *