বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ও মন্দিরে ভাঙচুরের প্রতিবাদে আসানসোলে ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার প্রতিবাদ মিছিল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ও মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চা আসানসোল জেলা কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রতিবাদ মিছিল বের করে। কালো ব্যান্ড পরে বিজেপি কর্মীরা জিটি রোডে বিজেপি কার্যালয় থেকে মিছিলে যোগ দেন। মিছিলটি শহর প্রদক্ষিণ করে শেষ হয়।
এদিকে ওবিসি মোর্চার জাতীয় নির্বাহী সদস্য শঙ্কর চৌধুরী বলেন যে তিনি এই মিছিলের মাধ্যমে বাংলাদেশে এই ঘটনার তীব্র বিরোধিতা করেন। বাংলাদেশে দুর্গাপূজার সময়, ৫০ টিরও বেশি মন্দির ভাঙচুর করা হয়েছিল, ইসকনের মন্দিরে বেশ কয়েকজন ভক্ত শহীদ হন। আমরা চাই বাংলাদেশ সরকার অবিলম্বে তাদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তি দিক। অন্যথায় আমাদের হিন্দু সমাজ শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা বিশ্বে যেখানেই হিন্দুরা আছে, সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। এই মৌলবাদী সমাজ শুধুমাত্র হিন্দুদের নির্মূল করার জন্য এটি করছে। ১৯৭১ সালে বাংলাদেশ গঠিত হয়। সেই সময় হিন্দু জনসংখ্যা ছিল ২২ শতাংশ, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হিন্দুদের জনসংখ্যা ৮.২ শতাংশে নেমে এসেছে। মৌলবাদীরা হিন্দু উপজাতিকে নিশ্চিহ্ন করতে চায়। আমরা সবাই বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের সাথে আছি। ওই বিক্ষোভ কর্মসূচিতে বিজেপি নেতা বিগু ঠাকুর, আশা শর্মা, শিব প্রসাদ বর্মন, সুদীপ চৌধুরী প্রমুখ উপস্থিত করেন।