DURGAPUR

অত‍্যাচারে আত্মঘাতী গৃহবধূ, অভিযুক্ত প্রতিবেশী যুবক গ্ৰেপ্তার

বেঙ্গল মিরর, দুর্গাপুর ঃ প্রতিবেশী যুবকের শারীরিক ও মানসিক অত‍্যাচারে আত্মঘাতী হল গৃহবধূ । ঘটনা কাঁকসার ক‍্যানেল পাড় এলাকায় । অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক রাকেশ বাগদীকে গ্ৰেপ্তার করেছে কাঁকসা থানার পুলিশ। জানা গেছে , বীরভূমে র বক্রেশ্বর এর বাসিন্দা মামনি বাগদীর সাথে বিয়ে হয় বাবন বাগদীর । ৯ বছর আগে তাদের বিয়ে হয় । পুত্র সন্তান রয়েছে তাদের ৭ বছরের । বিয়ের পর থেকেই নানা সময় প্রতিবেশী যুবক রাকেশ বাগদী কুপ্রস্তাব দিত মামনীকে বলে অভিযোগ । এমনকি শারীরিক ও মানসিক নির্যাতন করতো ।

সেই অত‍্যাচার থেকে রক্ষা করতে মেয়ে ও জামাইকে কাঁকসা ক‍্যানেলপাড় এলাকায় ভাড়া বাড়িতে রাখেন মামনির পরিবার । সেখানেও খোঁজ পেয়ে যাতায়াত শুরু করে রাকেশ বাগদী । ভাড়া বাড়িতে গিয়েও শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন । সেই অত‍্যাচার সহ‍্য করতে না পেরে স্বামী র অনুপস্থিতিতে গত ১১ ই অক্টোবর আত্মহত‍্যা করে মামনি । অভিযোগ দায়ের হয় পরিবারের পক্ষ থেকে কাঁকসা থানায় । তদন্তে নেমে পুলিশ বক্রেশ্বর থেকে গ্ৰেপ্তার করলো অভিযুক্ত যুবক রাকেশ বাগদীকে । শুক্রবার ধৃতকে পেশ করা হয়েছে দুর্গাপুর মহকুমা আদালতে ।

আসানসোলে ISKCON ভক্তদের বিক্ষোভ, Bangladesh এ হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে

আসানসোলে রাতের বিধি-নিষেধ বলবৎ করতে তৎপর হলো পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *