ASANSOLBengali Newsधर्म-अध्यात्म

আসানসোলে ISKCON ভক্তদের বিক্ষোভ, Bangladesh এ হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলা সদর আসানসোলে ইসকন ভক্তদের বিক্ষোভ। বাংলাদেশে হিন্দু ও মন্দিরে হামলার প্রতিবাদে ইস্কন/ ISKCON (International Society for Krishna Consciousness) শনিবার বিশ্বজুড়ে ভক্তদের দ্বারা প্রতিবাদ ও বিক্ষোভ দেখানো হচ্ছে। বিশ্বজুড়ে ওই প্রতিবাদ কর্মসূচির সঙ্গে সঙ্গে আসানসোলে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বিএনআর মোড় থেকে ভক্তরা ‘কীর্তন’ সহযোগে মিছিল বের করে। এতে শয়ে শয়ে ভক্ত উপস্থিত ছিলেন। ওই প্রতিবাদ মিছিল কোর্ট মোড়, বার্নপুর রোড হয়ে এইচএলজি মোড়ে গিয়ে শেষ হয়। সোমবার, ইসকন প্রতিনিধি দল জেলাশাসকের এর সাথে দেখা করবেন এবং স্মারকলিপি হস্তান্তর করবেন। ওই প্রতিবাদ মিছিলে ইসকন আসানসোলের সেক্রেটারি দয়াচাঁদ প্রভু, কৃষ্ণেন্দু মুখার্জিসহ প্রচুর সংখ্যায় ভক্ত বাংলাদেশে হিন্দুদের ওপর ও মন্দিরে হামলার প্রতিবাদ করেন।

Asansol एक्शन में आई पुलिस,  मुख्य सचिव के निर्देश के बाद नाइट कर्फ्यू सख्ती 

Sail Wage REVISION News Today : INTUC समेत 3 यूनियनों ने MOU किया साइन, इंटक का दावा वेतन में 10 से 28 हजार की वृद्धि CITU, BMS की ना

Asansol अवैध कब्जा नहीं हटा तो व्यापार बंद कर करेंगे आन्दोलन : Fosbecci

ASANSOL नगर निगम ने तोड़ा अवैध निर्माण

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *