BARABANI-SALANPUR-CHITTARANJAN

Salanpur ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হলেন অপর্ণা রায়

বেঙ্গল মিরর, কাজল মিত্র :Asansol Salanpur News শনিবার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর ডাকে রূপনারায়ানপুর মুখ্য তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা।যেখানে জেলা কমিটির মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিনতি হাজরা ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর নাম ঘোষণা করেন।পাশাপাশি তিনি মহিলা কর্মীদের বার্তা দেন সক্রিয় হয়ে বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী তৈরি প্রকল্প গুলির প্রচার করতে।তিনি আরো বলেন আমাদের মূল লক্ষ্য ২০২৪এ দিদিকে মুখ্য মন্ত্রী রূপে দেখা।তিনি আরো বলেন মহিলাদের জন্য দিদি প্রচুর কাজ করেছে,আজকের দিনে মহিলারা সব জায়গায় এগিয়ে।মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের এগিয়ে রেখেছে ও প্রাপ্য সম্মান প্রদান করেছে। মহিলা সংগঠনকে শক্তিশালী করতে ব্লক সহ বুথ স্তরে এবার কমিটি গঠন করে কাজ করা হবে।


ব্লকে সভানেত্রী পদে দায়িত্ব পেয়ে অপর্ণা রায় বলেন যে আমার চেষ্টা হবে বিধায়ক বিধান উপাধ্যায় ও যুব নেতা মুকুল উপাধ্যায় এবং জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিনতি হাজার ভরসাকে রক্ষা করা আজ তারা আমার উপর ভরসা করে সভানেত্রী পদে নিয়োগ করেছে।এবার ব্লকে প্রথম কাজ বুথ স্তরে কমিটি গঠন করা এবং এগিয়ে চলা।


তাছাড়া এই সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল সম্পাদক দীপালি চক্রবর্তী সহ জেলা সাধারণ সম্পাদক গীতাশ্রী পাইক,জেলা নেত্রী সন্ধ্যা সরকার,জেলা সদস্য আরতি দেবনাথ,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদ কর্মদক্ষ মোঃ আরমান,ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ মহিলাদের দ্বারা পরিচালিত পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান,সদস্যবৃন্দ এবং ব্লকের মহিলা কর্মীরা।

অত‍্যাচারে আত্মঘাতী গৃহবধূ, অভিযুক্ত প্রতিবেশী যুবক গ্ৰেপ্তার 

আসানসোলে ISKCON ভক্তদের বিক্ষোভ, Bangladesh এ হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *