আসানসোলে কসাইখানা ভেঙে দিল রেল কতৃপক্ষ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোলে কসাইখানা ভেঙে দিল রেল। আসানসোলে ডিআরএম অফিসের বিপরীতে অবস্থিত কসাইখানা ভেঙে দিয়েছে রেল প্রশাসন। রেল প্রশাসনের নির্দেশে RPF এই ব্যবস্থা নিয়েছে।
কথিত আছে, ব্রিটিশ আমল থেকেই এখানে এই কসাইখানা চালু ছিল। দীর্ঘদিন ধরে এটি বন্ধের দাবি ছিল। এ নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে। রেলওয়ে সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার মধ্যরাতের পর কড়া নিরাপত্তার মধ্যে কসাইখানা ভেঙে ফেলা হয় এই ব্যবস্থা।
শনিবার সকালে লোকজন এখানে পৌঁছে দেখেন, কসাইখানা ভেঙে দেওয়া হয়েছে । রেলওয়ে প্রশাসনও টিনের চালা দিয়ে ওই পাশের রাস্তাটি সিল করে দিয়েছে। বলা হয় যে এই জমিটি আরএলডিএ দ্বারা লিজ দেওয়া হয়েছে, তাই এটি হস্তান্তরযোগ্য করার জন্য এটি খালি করা হয়েছ।
উল্লেখ্য, রেলপাড়ের কসাই মহল্লা এলাকায় বছরের পর বছর ধরে চলছে বড় আকারের অবৈধ কসাইখানা। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রায় ১০ বছর আগে বলা হয়েছিল যে এখানে কসাইখানাটি আধুনিকীকরণ করা হবে। যাতে দূষণ না ছড়ায়, কিন্তু আজ পর্যন্ত কিছুই হয়নি, তা নিয়ে নানা তর্ক-বিতর্ক হয়েছে। এখান থেকে পশুর মাংস দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।
সোশ্যাল মিডিয়ায় সুন্দরীদের সঙ্গে বন্ধুত্ব করবার আগে সতর্ক হন
Asansol এ ট্রাফিক ব্যবস্থা হবে উন্নততর, সিদ্ধান্ত নেওয়া হলে বৈঠকে