খোলা মুখ খনিতে ৬০০ ফুট গভীর থেকে এক মৃত যুবকের উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর,কাজল মিত্র : মোহনপুর পাহারগোড়া খোলামুখ খনি থেকে ৬০০ ফুট গভীরে পড়ে মারা গেলেন এক যুবক।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার মোহনপুর খোলা মুখ খাদানে।জানাজায় মৃত যুবকের নাম সঞ্জয় বাউড়ি (২৬)পর্বতপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায় যে বুধবার সকাল বেলা বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে মোহনপুর খোলামুখ খনির পাশে গরু চরাতে গিয়েছিলেন ওই যুবক ।সেইসময় খাদানে পাশে গরুকে তাড়াতে গিয়ে কোন কারনে কয়লা খাদানে পা পিছলে খনির গভীরে পরে যায়।
এরপর খনির কর্মরত এক কর্মী ওই মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দিলে খবর পেয়ে পাহাড়গোড়া ক্যাম্পের পুলিশ সেখানে আসে এবং সিআইএসএফ এর নিরাপত্তা রক্ষীরা পৌঁছায় এছাড়া আশেপাশের বহু মানুষ ঘটনাস্থলে পৌঁছায়।প্রায় ৬০০ ফুট গভীর থেকে স্থানীয় মানুষজন ও ইসিএল এর সহায়তায় প্রায় তিনঘন্টা পর মৃত সঞ্জয় বাউরিকে উদ্ধার করে নিয়ে যাওযা হয় ।
তবে মোহনপুর এর মত চালু খোলা মুখ খনিতে দিনের আলোয় এভাবে যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।
আসানসোল পুরনিগম রেল কলোনির রাস্তা মেরামত করছে , খরচ ১৪ লক্ষ টাকা, কাজ পরিদর্শনে পুর প্রশাসক