আসানসোল দুর্গাপুরে বেআইনিভাবে ভূগর্ভস্থ জল উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : শিল্পাঞ্চলের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) ড. অভিজিৎ শিবাগলের সভাপতিত্বে গতকাল একটি বৈঠকের আয়োজন করা হয়। এডিএম সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের আধিকারিকদের জেলায় যেখানেই অবৈধভাবে ভূগর্ভস্থ জল উত্তোলন করছে সেখানে অভিযান চালানো এবং কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।




প্রসঙ্গত উল্লেখ্য, ভূগর্ভস্থ জল উত্তোলনের জন্য ভূতত্ত্ব বিভাগ ও সেচ দফতর থেকে অনুমোদন নিতে হয়। এজন্য সরকারকে ফি দিতে হবে। ফি প্রদান এবং অন্যান্য কারণে মানুষ চুরি করে ভূগর্ভস্থ জল উত্তোলন করে, যার কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি অনুমোদন দেওয়ার আগে সরকারি গাইড লাইনের অধীনে যথাযথ তদন্ত করার জন্য আধিকারিকদের নির্দেশ জারি করেন। জেলায় ভূগর্ভস্থ জল উত্তোলনের জন্য ১৬ জন আবেদন করেছিলেন, যার মধ্যে যাচাই-বাছাই শেষে একজনের আবেদন বাতিল করে ১৫টি আবেদন মঞ্জুর করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেচ দফতর, ভূতত্ত্ব দফতরের আধিকারিকরা, জেলা পরিষদের আধিকারিকরা, আসানসোল পৌর নিগম ও দুর্গাপুর পৌর নিগমের প্রতিনিধিরা। সূত্র মারফত খবর বিভিন্ন জল ব্যবসায়ীদের যাচাই করা হবে।