ASANSOLASANSOL-BURNPUR

বিসি কলেজে ২৫০ জনকে ভ্য়াক্সিন দেওয়া হলো

বেঙ্গল মিরর, আসানসোল ঃ রাজ্য় সরকাকের নির্দেশে আগামী ১৬ই নভেম্বর থেকে খুলে যাবে স্কুল ও কলেজ। তার আগেই নির্দেশ দেওয়া হয়েছিল সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার জন্য়। তার পরেই কলেজগুলিতে ক্য়াপ্প করে ভ্য়াক্সিন দেওয়ার কাজ শুরু হয়ে। আসনসোলর বিসি কলেজে গতকাল ক্য়াম্প করে ভ্য়াক্সিন দেওয়া হয়ে। এখানে মোট ২৫০ জনকে ভ্য়াক্সিন দেওয়া হয়ে। ছাত্রনেতা বিক্রম দে বলেন আমাদের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় রাজ্যের উদ্যোগে সরকারি ও বেসরকারি ভাবে বহু মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *