ASANSOL

আসানসোলের রেল কলোনি থেকে দুই সশস্ত্র দূষ্কৃতি গ্রেফতার, উদ্ধার গুলি ভর্তি পাইপগান

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২২ নভেম্বরঃ পথচারীদের আটকে লুঠের চেষ্টা বানচাল করে দিয়ে রবিবার রাতে দুই সশস্ত্র দূষ্কৃতিকে আসানসোল শহরের ডুরান্ড কলোনি থেকে গ্রেফতার করলো আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতদের নাম হলো শুভাশিষ সরকার ও অনিকেত চক্রবর্তী। তাদের কাছ থেকে পুলিশ একটি পাইপগান ও এক রাউন্ড গুলি পেয়েছে। সোমবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ অবশ্য ধৃতদের সঙ্গে থাকা আরো কয়েকজনকে ধরতে পারেনি। তারা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

দুই সশস্ত্র দূষ্কৃতি গ্রেফতার
file photo


রবিবার রাতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ গোপনে খবর পায় যে, ডুরান্ড কলোনির রাস্তায় বেশ কয়েকজন যুবক সন্দেহজনকভাবে জড়ো হয়েছে। এরপর পুলিশের একটি দল সেখানে যায়। আচমকাই পুলিশ তাদেরকে ধরতে অভিযান চালায়। কিন্তু বাকিরা পালিয়ে গেলেও, পুলিশ শুভাশিষ সরকার ও অনিকেত চক্রবর্তীকে ধরে ফেলে। তাদের তল্লাশি করে পাওয়া যায় একটি পাইপগান ও এক রাউন্ড গুলি। ধৃতরা পুলিশের কাছে স্বীকার করে যে, তারা এই কলোনির রাস্তা দিয়ে যাওয়া পথচারীদের আটকে লুঠের পরিকল্পনা নিয়ে জড়ো হয়েছিলো। পুলিশ ধৃতদের পালিয়ে যাওয়া সঙ্গীদের খোঁজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *