ASANSOL

আসানসোলে প্রতিবাদ মিছিল, পোড়ানো হলো কুশপুত্তলিকা

বেঙ্গল মিরর,আসানসোল , সৌরদীপ্ত সেনগুপ্ত : ত্রিপুরায় তৃণমূল কর্মীদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় আসানসোল উত্তর বিধানসভা ব্লক ১ সভাপতি গুরুদাস চ্যাটার্জির নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। বিএনআর তৃণমূল কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিএনআর মোড এবং ভগৎ সিং মোড় ঘুরে একটি সমাবেশের মাধ্যম শেষ হয়। তারপরে তৃণমূল কর্মীরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুত্তলিকা পোড়ানোর। বিজেপি হাটাও ত্রিপুরা বাঁচাও স্লোগান দেওয়া হয়। গুরুদাস চ্যাটার্জী, ভানু বোস, ববিতা দাস তাদের বিবৃতি দিয়েছেন।


त्रिपुरा सीएम का पुतला

তারা বলেন, ত্রিপুরায় তৃণমূলের ক্রমবর্ধমান সমর্থনে ভীত বিজেপি। ক্ষোভ থেকেই এই সব করছে বিজেপি। গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। সেখানে বিজেপি কর্মীর মতো কাজ করছে পুলিশ। বিজেপির লোকজন থানায় ঢুকে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।

ওই সময় প্রাক্তন কাউন্সিলর উমা শ্রফ, প্রাক্তন কাউন্সিলর বাবন মুখোপাধ্যায়, পিন্টু কর্মকার, ভুবনেশ্বর মুখার্জি, সম্পা দাঁ , মনোজ রজক, মুকেশ ঝা, মদন মোহন চৌবে, বিশ্বরূপ দত্ত রায়, দীপা চক্রবর্তী, সোমেশ রজক এবং প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *