BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনিতে ছাত্রদের বাড়িতে রেজিস্ট্রেশন করা হলো

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা : বারাবনি ব্লক দোমোহানি কেলেজোড়া হাই স্কুল শিক্ষকদের দেখা গেল বিভিন্ন গ্রামে ঘুরে যেসব ছেলেরা ক্লাস নাইনে পড়াশোনা করত তাদের বাড়িতে গিয়ে এবারে তাদের রেজিস্ট্রেশন করা হলো এই রকমই দৃশ্য পাওয়া গেল বারাবনি গ্রামে দুজন শিক্ষক ও একজন প্রধান শিক্ষক এর সঙ্গে একজন কেরানিকে নিয়ে বারাবনি গ্রামে ঘুরে -ঘুরে রেজিস্ট্রেশন করা হলো

প্রধান শিক্ষক মিনাল জ্যোতি গাঙ্গুলী জানালেন যে আমরা বেশ কয়েকদিন ধরে দুটো দল বার করা হয়েছে তাতে এই বাড়ি যেয়ে যেয়ে কাজ করে আসছি এবং তাতে অভিভাবক থেকে নিয়ে পড়ুয়ারা খুবই খুশি টোটাল আমাদের স্কুলে ক্লাস নাইনে ছাত্রসংখ্যা 114 জন ছিল তারমধ্যে খবর দেয়ার পরে স্কুলে এসে 42 জনের হয়েছে এরপরে গ্রামে ঘুরে ঘুরে এখন অব্দি ষোলটা বাচ্চা বাকি আছে রেজিস্ট্রেশন করাতে ডিসেম্বর অবধি তাদের সময় দেয়া হয়েছে.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *