অভিষেক রুইদাসের স্মৃতিতে ফুটবল প্রতিযোগিতা
বেঙ্গল মিরর, আসানসোল ঃ আসনসোল বিসি কলেজের প্রাক্তন জিএস স্বর্গীয় অভিষেক রুইদাসের স্মৃতিতে ইস্মাইল প্রতিমা সংঘের পক্ষ থেকে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হলো। এই প্রতিযোগিতায় আসনসোলের বিভিন্ন এলাকা থেকে ফুটবল টিম অংশগ্রহণ করে।




পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র নেতা অভিনব মুখার্জি, রঘু চৌবে, বিক্রম দে, অভিজিত রুইদাস, অভিজিত সেন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য় গত বছর একটি দুর্ঘটনায় বিসি কলেজের প্রাক্তন জিএস অভিষেকের অসাময়িক মৃত্য়ু হয়ে।