আদিবাসী, রাস্তার ভবঘুরে, প্রান্তিক গরীব মানুষদের জন্য স্বাস্থ্য শিবির, কম্বল, খাদ্য, ফল-মিষ্টি, প্রদান সপ্তাহভর ‘সেবা সপ্তাহ’ পালন বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের
বেঙ্গল মিরর, কোলকাতাঃ প্রথম দিন স্বাস্থ্য শিবির, দ্বিতীয় দিন গরীব আদিবাসী গ্রামে গ্রামে কম্বল ও খাদ্য প্রদান, তৃতীয় দিন বিভিন্ন বস্তিতে বস্তিতে কম্বল ও শীতবস্ত্র বিরতণ, চতুর্থ দিন বারাসাত থেকে দমদম, উল্টোডাঙা, বাইপাস সহ বিভিন্ন রাস্তার ভবঘুরে, মানসিকবিকারগ্রস্থ মানুষদের পুষ্টিকর খাদ্য দেওয়া, পঞ্চমদিন ওই সমস্ত মানুষদের শীতবস্ত্র এবং ফল-মিষ্টি খাওয়ানো। বৃষ্টিস্নাত ষষ্ঠদিনের সকালে ফুটপাতবাসী শিশু ও গরীব মানুষগুলোর গায়ে উষ্ণতার পরশ এনে দেওয়ার জন্য কম্বল বিতরণ এবং বিকেলে দিব্যাঙ্গ, বৃদ্ধবৃদ্ধাদের খাদ্যসামগ্রী, মিষ্টি ও ফলের উপহারের ডালি সাজিয়ে বিতরণ করল বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ।
সপ্তাহভর সেবার সপ্তম দিনে গরীব মানুষদের পেট ভরে দুপুরের খাবার এবং কম্বল উপহার দিলেন কলকাতার বিমানবন্দর লাগোয়া নিউ ব্যারাকপুরের বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারী। শৈশব থেকেই আর্তমানুষের পাশে দাঁড়ানোই তাঁর ব্রত। তাই বছরভর সেবাকার্যের পাশাপাশি এবছর ৬ই ডিসেম্বর সদা হাস্যময় পরোপকারী এই মহান সমাজসেবক মানুষটির ৪৯তম আবির্ভাব দিবস সপ্তাহভর বিভিন্নস্তরের গরীব মানুষদের মুখে হাসি ফুটিয়ে পালন করা হচ্ছে বলে জানালেন বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের মুখপাত্র অমিতানন্দব্রহ্মচারী। ২৮শে নভেম্বর থেকে ৭ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই সেবা সপ্তাহ।
গত ২৮ নভেম্বর সঙ্ঘ প্রাঙ্গণে স্বাস্থ্য শিবিরের আয়োজন বিনাব্যয়ে ২৪০ জন মানুষের ব্লাড সুগার, ইসিজি, হিমোগ্লোবিন, ক্লোরেষ্টেরল সহ বিভিন্ন পরীক্ষা করা হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষাও করা হয়। এদিন পূর্ব মেদিনীপুরে পটাশপুর থানার তাপিন্দা, বিশ্বনাথপুর, পুষা নৈপুর আদিবাসী পল্লীতে শ্রীসমীরেশ্বর মহারাজ নিজের হাতে আদিবাসী শিশু এবং বয়স্কদের হাতে কম্বল, শীতবস্ত্র এবং খাদ্যসামগ্রীর বাক্স তুলে দেন। কলকাতার বিভিন্ন বস্তিতে, শহরতলীর বিভিন্ন স্থানে অসংখ্য মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন তিনি। রাস্তার ভবঘুরে মানুষদের ভাত, ডাল, চাটনি, পায়েস, মিষ্টি খাওয়ানো হয় পরম মমতায়।
পরেরদিন আবার আপেল, কমলালেবু, কলা, বিস্কুট, মিষ্টি দেওয়া হয় তাদের পুষ্টিবর্ধনের জন্য। বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীসমীরেশ্বর জানালেন বিগত ৩৬ বছর ধরে দিব্যাঙ্গ, পরিবার পরিত্যক্ত বয়স্ক মানুষেরা প্রতিমাসে চাল, ডাল, তেল সহ রেশন সামগ্রী পেয়ে থাকেন। তারাও সেবা সপ্তাহে বঞ্চিত হননি। রেশন সামগ্রীর সঙ্গে তাঁদেরকে ফল-মিষ্টির প্যাকেটও দেওয়া হয়েছে। ৬ ডিসেম্বর কম্বল, শীতবস্ত্র এবং পেটভরে বসিয়ে খাইয়ে দীনজনদের পরিতৃপ্ত করে সেবাসপ্তাহের সমাপন ঘটবে।