BARABANI-SALANPUR-CHITTARANJAN

আসানসোল-চিত্তরঞ্জন রাস্তায় ট্রেলার এর ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– সালানপুর থানার আল্লাডি মোড়ের কাছে চিত্তরঞ্জন থেকে আসানসোল যাওয়ার প্রধান রাস্তার উপর রবিবার গভীর রাত্রে ট্রেলার এর ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয় । পুলিশ ট্রেলারটিকে আটক করেছে।

ঘটনার সম্পর্কে জানা যায় আসানসোল এর দিক থেকে আসা NL1G1082 নম্বরের একটি লোহার রড ভর্তি ট্রেলার ঝাড়খন্ড এর দিকে যাবার সময় আল্লাডি মোড়ের কাছে কালীপাথর এর বাসিন্দা বছর 35 এর প্রানেস দাস রূপনারায়নপুর থেকে রাস্তার ওপর পড়ে গেলে একটি ট্রেলার তার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।ঘটনাস্থলে পৌঁছেছে রূপনারায়নপুর ফাড়ির পুলিশ।মৃত যুবক কে উদ্ধার করে স্থানীয়রা জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *