DURGAPUR

রাজবাঁধে দুর্ঘটনার কবলে রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল মিরর, তনুশ্রী চৌধুরী, দুর্গাপুর:বাঁকুড়া থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে তৃনমূল রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরে বাঁকুড়ায় বিভিন্ন দলীয় কর্মসুচী সেরে বৃহস্পতিবার ভোর বেলা বাঁকুড়া থেকে কলকাতা ফেরার পথে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। পানাগড়ের কাছে রাজবাঁধের ওভার ব্রীজে একটা ১২ চাকা গাড়ি সায়ন্তিকার গাড়ির পাশে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। ঘটনায় সকলেই সুস্থ তবে গাড়িটির ডানদিকের ক্ষতিগ্রস্থ হয়েছে।। তিনি ফের অন্য গাড়ি করে বাঁকুড়া ফিরে যান। 

sayantika in bankura on wednesday source fb

 West Burdwan : রূপনারায়ানপুর টোল প্লাজায় বাড়ানো হলো টেক্স,সমস্যায় সাধারণ মানুষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *