ASANSOL

আসানসোলের অভিনব জাতীয় রাইফেল শুটিং প্রতিযোগিতায় তিনটি পদক লাভ করেছে

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। মধ্যপ্রদেশের ভূপালে এমপি স্টেট একাডেমিতে জাতীয় রাইফেল শুটিং প্রতিযোগিতায় আসানসোলের নবম শ্রেণীর ছাত্র অভিনব  দুটি রৌপ্য পদক এবং একটি ব্রোঞ্জ পদক লাভ করেছে। গত ২৫ শে নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতায় প্রায় ৭হাজার প্রতিযোগী সেখানে যোগ দেয়। ১০ মিটার সাব ইউথ প্রতিযোগিতা এবং ১০ মিটার ন্যাশনাল ইয়ুথ প্রতিযোগিতায় অভিনব রৌপ্য পদক পায়। এছাড়া মিক্সড ১০ মিটার রাইফেল শুটিং প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক লাভ করে ।

এই প্রতিযোগিতায় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী ও রেলের প্রতিনিধিরাও যোগ দেয় ।এই জাতীয় প্রতিযোগিতায় মেডেল পাওয়ার পরিসংখ্যানে প্রথম স্থান অধিকার করেছে মধ্যপ্রদেশ ,দ্বিতীয় স্থানে রাজস্থান, তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ। আর দেশের মধ্যে সেরা ৫০জন যুবক শুটার এর মধ্যে অভিনব প্রথম স্থান অধিকার করেছে বলে সেখানে ঘোষণা করা হয় ।একসঙ্গেই জাতীয় স্তরের ১০ মিটারে তার বিভাগে যে রেকর্ড আছে সেই রেকর্ড সে ছুঁয়েছে। মধ্যপ্রদেশ থেকেই আজই সে আসানসোলে নিজের বাড়ি ফিরছে।

আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন, ইভিএম পরীক্ষা করার নির্দেশ

বিবাহবার্ষিকীতে অন্য ভাবনা, আসানসোল জেলা হাসপাতালে রোগী ও হোমের আবাসিকদের সঙ্গে সস্ত্রীক সহকারী সুপার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *