স্যাফ ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের কৃতিত্বের অন্যতম অংশীদার আসানসোলের অদ্রিজা
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। অনূর্ধ্ব ১৯ স্যাফ (এসএএফএফ) ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ঢাকায় প্রথম দিন সোমবারে ভারতীয় দল ৫–০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল ।আর এই কৃতিত্বের অন্যতম অংশীদার ভারতীয় দলের এক নম্বর গোলকিপার রুপনারায়নপুরের ঘরের মেয়ে অদ্রিজা সরখেল। আগামীকাল ঢাকার মাটিতে ভারত খেলবে ভুটানের সঙ্গে এবং তারপর বাংলাদেশ ও নেপালের খেলা। যদি তারা ফাইনালে উঠে তাহলে বাইশে ডিসেম্বর ফাইনাল হবে ঢাকাতে।
সেখানে যাওয়ার আগেই প্রস্তুতিপর্বে জাতীয় দলের কোচিং ক্যাম্প গোয়ায় ১০ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর চলে। সেই ক্যাম্পে রুপনারায়নপুর অদ্রিজা যোগ দিয়েছিল ।এর আগে সে অনূর্ধ্ব ১৬ জাতীয় দলে সুযোগ পেলেও করোনার কারণে সেই প্রতিযোগিতা হয় নি। তখন ওর মন খারাপ হয়ে গিয়েছিলো। এবার অনূর্ধ্ব ১৯ এ জাতীয় দলে সুযোগ পাওয়ায় এবং প্রথম দিনেই ভারতের এই সাফল্যে এলাকার মানুষ তার দিকে তাকিয়ে আছেন। অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে অদ্রিজা কে নিয়ে গর্ববোধ করেন তার স্থানীয় কোচ সঞ্জীব বাউরী।
সঞ্জীব জানান রুপনারায়নপুর ২০১৪ থেকে মাল বহাল এম আর বি সি ক্লাবে বেশকিছু মেয়েকে তিনি প্রশিক্ষণ দেওয়া শুরু করেন ।এদের মধ্যে অদ্রিজা যেমন এই মুহূর্তে স্যাফ ফুটবল গেমস খেলছে ভারতের হয়ে তেমনি পাঁচজন স্থানীয় ছাত্রী তারা কর্ণাটক লীগে ব্যাঙ্গালোরে খেলছেন। ভারতীয় দলের কোচ এলেক্স মারিও এমব্রোজ অদ্রিজার খেলা দেখে এত খুশি যে তাকে দলের এক নম্বর গোল কিপার করে খেলায় নামানো হয়েছে। তার উপর ভারতের অনেক ভরসা।