গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা নার্সিং ট্রেনিং করা ছাত্রীর
বেঙ্গল মিরর, কাজল মিত্র : গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল চিত্তরঞ্জনের মেধাবী কিশোরী ।
ঘটনাটি শুক্রবার ভোর নাগাদ ঘটে ।ঘটনার সম্পর্কে জানাজায় চিত্তরঞ্জন শহরের ফতেপুর এলাকার ৪৫ নম্বর রাস্তার বাসিন্দা শ্রীলাল ধিবরের কন্যা পিঙ্কি নিজের মাটির বাড়িতেই গলায় উড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।জানা গেছে আমলাদাহি বাজারে মাছ বিক্রি করেন শ্রীলাল ধীবর। তিনি স্ত্রী,এক পুত্র ও এক কন্যাকে নিয়ে একটি মাটির বাড়িতে থাকেন। অভাবের সংসারে কোনরকমে দিন কাটাচ্ছিল শ্রীলাল।তার মেয়ে পিংকি প্রাইভেট সংস্থা থেকে নার্সিং ট্রেনিং করছিলেন।
ছেলে বেকার
তাই মেয়েকে মানুষের মত মানুষ করতে চেয়েছিল আর তাই ১৯ বছরের এই মেয়েটি আশার আলো হয়ে উঠেছিল। কিন্তু হটাৎ কোথা থেকে কি হয়ে গেল তারা বুঝতে পারছেন না ।আজ ১৭ ডিসেম্বর ভোরের দিকে ঘুম থেকে উঠে দেখেন তাদের মাটির বাড়ির বাঁশ থেকে মেয়ে গলায় ওড়না দিয়ে ঝুলছে । সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে চিত্তরঞ্জন কেজি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।ঘটনাস্থলে চিত্তরঞ্জন পুলিশ পৌঁছে মৃতদেহটি নিয়ে ময়নাতদন্তের জন্য আসানসোল পাঠিয়ে দেওয়া হয় ।