ASANSOLASANSOL-BURNPUR

INTTUC কার্যালয়ে কম্বল বিতরন, সামর্থ্য যাদের রয়েছে তারা সমাজসেবায় এগিয়ে আসুন : সুদেষ্ণা ঘটক

বেঙ্গল মিরর,আসানসোল, দীপ সেন: বার্নপুর স্টেশন রোডের INTTUC অফিসে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবক তথা আইনজীবী সুদেষ্ণা ঘটক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর অঞ্জনা শর্মা, সোনা গুপ্ত, পার্থ চ্যাটার্জি, সোনা মোদক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।সমাজসেবক তথ্য আইনজীবী সুদেষ্ণা ঘটক বলেন, আজকের এই কম্বল বিতরণ কর্মসূচিতে এসে যে কোনো অভাবী মানুষকে সাহায্য করতে পেরে খুব ভালো লাগছে।

তিনি বলেন, আমরা আসানসোল মহিলা উদ্যোগ নামে একটি সামাজিক সংগঠন চালাই। যার মূল উদ্দেশ্য অসহায় মানুষকে সাহায্য করা। তিনি মঞ্চ থেকে মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন সামর্থ্য যাদের রয়েছে সেইসব ব্যক্তিরা যেন এ ধরনের সামাজিক কাজে এগিয়ে আসেন। এতে অসহায়দের সাহায্য হবে এবং সমাজেও পরিবর্তন আসবে। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সবসময় বলেন অভাবী ও আর্থিকভাবে দুর্বল পরিবারকে সাহায্য করতে। আমাদেরও দায়িত্ব অসহায় মানুষকে সাহায্য করা এবং তাদের দুঃখে তাদের পাশে দাঁড়ানো। ওই কর্মসূচিতে প্রায় দুশোর বেশি মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *