রানীগঞ্জে বাড়ির ছাদের ওপরে থাকা কম্পিউটারের বিভিন্ন সামগ্রীতে আগুন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: মঙ্গলবার সকালে রানীগঞ্জের বাবুপাড়া কালিয়া লজ এলাকায় এক গৃহস্থের বাড়িতে ছাদের ওপরে থাকা কম্পিউটারের বিভিন্ন সামগ্রীতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন সকাল সাড়ে আটটা নাগাদ অশোক বিশ্বকর্মা নামে এক ব্যক্তি তার বাড়িতে ছাদের ওপরে রাখা বিভিন্ন কম্পিউটার সামগ্রীর মধ্যে হঠাৎই ধোঁয়া ওঠা বিষয়টি লক্ষ্য করে, মুহূর্তেই পাড়া-প্রতিবেশি ও এলাকার বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে ফায়ার-ব্রিগেডকে খবর দিতে বললে রানীগঞ্জের ফায়ার স্টেশনের খবর যাওয়ার সাথেই দমকল বিভাগের একটি ইঞ্জিন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে তৎপর হয়।
এলাকাটি সংকীর্ণ থাকায় দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও দমকল বিভাগের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আধঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনা প্রসঙ্গে অশোক বিশ্বকর্মা জানান কিভাবে সমস্ত যন্ত্রাংশে আগুন লাগল তা তিনি বুঝে উঠতে পারছেন না তবে এই আগুন লাগার জেরে কয়েক লক্ষ টাকার কম্পিউটার সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে বলেই দাবি করেছেন তিনি।