BJP সংগঠনে ব্যাপক রদবদল, আসানসোল জেলার অনেক নেতাই পেয়েছেন গুরুত্বপূর্ণ পদ
বেঙ্গল মিরর, আসানসোল ঃ সংগঠনে ব্যাপক রদবদল করে নতুন পদাধিকারীর তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। একই সঙ্গে তালিকা প্রকাশের কয়েক ঘণ্টা পর জেলা ইনচার্জদের তালিকা পরিবর্তন করে নতুন তালিকা জারি করা হয়। আসানসোল সাংগঠনিক জেলার অনেক নেতাই পেয়েছেন গুরুত্বপূর্ণ পদ।



নতুন তালিকায় বীরভূম জেলা ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে। যেখানে আগের তালিকায় এই দায়িত্ব দেওয়া হয়েছিল আসানসোলের বিজেপি নেতা কৃষ্ণান্দু মুখোপাধ্যায়কে।
কৃষ্ণান্দু মুখোপাধ্যায়কে অশোক দিন্দার সঙ্গে দক্ষিণ 24 পরগনা বিভাগের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিধায়ক লখন ঘোড়ুইকে বর্ধমান বিভাগের আহ্বায়ক করা হয়েছে।
বিধায়ক অগ্নিমিত্র পালকে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জোনের আহ্বায়ক করা হয়েছে। সাংসদ লকেট চ্যাটার্জির সঙ্গে নির্মল কর্মকারকে পুরুলিয়া ও বর্ধমানের আহ্বায়ক করা হয়েছে। যদিও বিধায়ক ডঃ অজয় পোদ্দারকে পুরুলিয়া জেলার ইনচার্জ করা হয়েছে।



