ASANSOL

আসানসোলে প্রয়াত দেবাশীষ ঘটকের ১৫ তম মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দীপ সেন : আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর প্রয়াত দেবাশীষ ঘটকের ১৫তম মৃত্যুবার্ষিকীতে সোমবার দেবাশীষ ঘটক ফাউন্ডেশনের উদ্যোগে নানা কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রভাত ফেরির মাধ্যমে। চেলিডাঙ্গার দেবাশীষ ঘটকের মূর্তির সামনে থেকে তা শুরু হয়। তাতে হাজার হাজার মানুষ আইএনটিটিইউসি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটকের নেতৃত্বে অংশ নেন।

সেই প্রভাত ফেরি চেলিডাঙ্গা ও আশপাশের এলাকা
প্রদক্ষিণ করে দেবাশীষ ঘটকের মূর্তির সামনে গিয়ে শেষ হয়। পরে আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের চেয়ারপারসন অমরনাথ চট্টোপাধ্যায়, অভিজিৎ ঘটক সহ অনেক মানুষ দেবাশীষ ঘটকের মূর্তিতে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান।

এই উপলক্ষে সর্বধর্ম সভা অনুষ্ঠিত হয়। একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই উপলক্ষে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ অভিজিৎ চট্টোপাধ্যায় , পিন্টু কর্মকার, দেবেন্দ্র বেদী, শাহীন ইকবাল, আবু কৌনাইন, শিক্ষক নেতা মুকেশ ঝা, মনোজ রজক, রাকেশ কেডিয়া, সুবর্ণা রায়, শিখা ঘটক, রুমেলি দাস, পিন্টু গুপ্ত, রাজা গুপ্ত, বিমল জালান, চাংকি সিং সহ অনেকেই উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের তরফ শতাধিক মানুষকে কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *