ASANSOLKULTI-BARAKAR

প্রার্থী তালিকাতে নাম বাদ দেওয়ায় কর্মী সমর্থকদের বিক্ষোভ

দুইবারের জয়ী তৃণমূলের কাউন্সিলার মীর হাশিমকে এই বারে প্রার্থী করা হল না

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তৃর্ণমূলকংগ্রেস থেকে আসানসোল পৌরনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।আর এইবার প্রার্থীতালিকাতে নাম বাদ পড়েছে বিদায়ী ডেপুটি মেয়র মেয়র তবসুম আরা, মেয়র পারিষদ পূর্ণশশী রায় লক্ষণ ঠাকুর, অন্জনা শর্মা সহ
আসানসোল পৌরনিগমের ৫৯ নম্বর ওয়ার্ডের দুইবারের জয়ী কাউন্সিলার মীর হাসিম এর নাম।আর তাই ৫৯ নম্বর ওয়ার্ডের নাম প্রকাশের পরেই তৃণমূলের কর্মীসর্মথক দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

কর্মী সমর্থকদের দাবি যে মীর হাসিম কাউন্সিলার হিসাবে জনসংযোগ এলাকায় ভালো এলাকার উন্নয়নএর কাজ ভালো করেছে কিন্তু তাকে এইবার কেন প্রার্থী করাহলো না।তাই প্রার্থীর নাম যদি পরিবর্তন করা নাহয় তবে মিরহাসিম কে নির্দল থেকে পৌরভোটে দাঁড়করানোর সিদ্ধান্ত কর্মীসমর্থক দের।এই বিষয়ে মীর হাসিমের বক্তব্য যে আমি দলের খারাপ সময় থেকে দলে আছি।আর প্রার্থীর ব্যাপার দলের সিদ্ধান্ত।কারণ আমি কখনো দলবিরোধী কাজ করিনি।আর ওয়ার্ডের মানুষ চাই যে দলের থেকে প্রার্থী না করলে নির্দল থেকে ভোটে দাঁড়ানোর কথা আমি ওয়ার্ডের মানুষ কর্মীসমর্থক দের উপরে তারা যা বলবে সেই হিসাবে আগামী পৌরনির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিদায়ী ডেপুটি মেয়র ও চার জন মেয়র পারিষদ, তিন বরো চেয়ারপার্সন কে প্রার্থী করা হলো না👇🏻👇🏻

https://wp.me/pcaZRh-beF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *