ASANSOL

তৃণমূল এর ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ

বেঙ্গল মিরর, জামুড়িয়া, চরণ মুখার্জি : এবার পৌর নির্বাচনে শাসক দল তৃণমূল এর ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল আসানসোল নগর নিগমের 5 নম্বর ওয়ার্ডের জামুরিয়া এলাকায়। সুদিপার জামুড়িয়ার পৃথক তিন স্থানে দলীয় ফ্লেক্স ছেড়ে দেওয়ার অভিযোগ তোলে তৃণমূল নেত্রী স্থানীয়রা। যেখানে এদিন তিন নম্বর ওয়ার্ডের শ্রীপুর , 11 নম্বর ওয়ার্ডের পরিহারপুর ও 5 নম্বর ওয়ার্ডের জামুরিয়া গ্রাম এলাকায় সিপিএমের দুষ্কৃতীরা ভোটে জিততে পারবো না জেনে নিজেদের পায়ের তলার মাটি সরে গেছে এইকথা বুঝতে পেরে তৃণমূল কর্মীদের ব্যানার পোস্টার ছিঁড়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে চাইছে বলেই দাবি করলেন জামুরিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সাধন রায়

ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ

। যদিও এ বিষয়ে সিপিএম তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন সিপিএমের ওয়েস্ট এরিয়া কমিটি সম্পাদক শমিত কবির দাবি করেন এই ধরনের কাজ অত্যন্ত নিন্দনীয়, সিপিএম এ ধরনের কাজকে কখনোই প্রশ্রয় দেয় না, তার দাবি এলাকায় ধীরে ধীরে তৃণমূলের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে তাই তারা এ ধরনের কাজ করে আমাদের নামে কুৎসা করছে। আমরা চাইবো যাতে জামুড়িয়ার শান্ত পরিবেশ বজায় থাকে সবাই যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে বাড়ি বয়ে জামুড়িয়া থানা পুলিশের শাসানির অভিযোগ, সিপিএম প্রার্থীর হয়ে প্রচার ‘না’ করার, জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ জেলা কমিটির সদস্যর সদস্য

আসানসোলে পুলিশের সঙ্গে বচসা জিতেন্দ্র তেওয়ারির, করোনা বিধি উপেক্ষা করে ভোটের প্রচারে দিলীপ ঘোষ, মানতে নারাজ পদ্ম শিবির, কমিশনে অভিযোগ শাসক দলের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *