অনামিকা সংঘ পক্ষ থেকে রক্তদান শিবির, উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বুধবার, আসানসোল উষাগ্রাম মোড়ে অনামিকা সংঘ তৃতীয়বারের মতো স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। এ উপলক্ষে রাজ্যের আইন ও পূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটক স্বামী বিবেকানন্দের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্জ্বলন ও রক্তদাতাদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে রক্তদান শিবিরের উদ্বোধন করেন। এসময় মহিলা মোট ৩৩ জন রক্তদান করেন।
এ উপলক্ষে উপস্থিত ছিলেন সমাজসেবী তথা ব্যবসায়ী দীপক রুদ্র, ব্যবসায়ী রাজন সিং বগ্গা, রণবীর সিং (জিতু), সংঘের সভাপতি বাদল পাল, সেক্রেটারি কিশোর সিং, আশিস প্যাটেল, সৌমেন রুদ্র, দেবরূপ রুদ্র, সঞ্জয় চট্টরাজ, স্নেহা চক্রবর্তী, পাপিয়া, নুপুর রুদ্র, প্রমুখ। এর পাশাপাশি মঞ্জু ভট্টাচার্য, লাভলী কোনার, চন্দনা সিনহা গুপ্তা, তারিত রায়, অরুণ দারুকা প্রধানত উপস্থিত ছিলেন।
এই উপলক্ষে মন্ত্রী মলয় ঘটক বলেন, উষাগ্রাম অনামিকা সংঘ তৃতীয়বারের মতো রক্তদান শিবিরের আয়োজন করেছে। এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। তিনি বলেন, করোনার তৃতীয় ঢেউ চলছে। জেলা হাসপাতালে রক্তের স্বল্পতার পরিপ্রেক্ষিতে সংঘ রক্তদান শিবিরের আয়োজন করেছে।রক্তদান মহাদান। এটি মানুষের জীবন বাঁচায়।