ASANSOLASANSOL-BURNPUR

আসানসোল শিল্পাঞ্চলে সাড়ম্বরের সঙ্গে পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী

বার্ণপুরে শ্রদ্ধা জানালেন মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১২ জানুয়ারিঃ ( Asansol News)করোনা বিধি রয়েছে। তাই বড় কোন অনুষ্ঠান ও জমায়েত করা যাবে না। তাই বুধবার করোনা বিধি মেনে সাড়ম্বরের আসানসোল শহর তথা শিল্পাঞ্চল জুড়ে পালিত হলো স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মবার্ষিকী ও যুব দিবস।


এদিন বার্ণপুরের বারি ময়দানে স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটির উদ্যোগে এক অনুষ্ঠান ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা আসানসোল পুরনিগম নির্বাচনের তৃনমুল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটক, অশোক রুদ্র।


অন্যদিকে আসানসোল রামকৃষ্ণ মিশনে এদিন যথাযথ সম্মানের সঙ্গে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সৌমাত্বানন্দজী মহারাজ সহ অন্যান্যরা।


এদিকে আসানসোলের চেলিডাঙ্গায় নির্ভিক ক্লাব ও ইসমাইলের বিবেকানন্দ পল্লীতে এদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দু জায়গাতেই উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক।
একইভাবে আসানসোল শিল্পাঞ্চলের রানিগঞ্জ, জামুড়িয়া, কুলটি সহ অন্যান্য জায়গায় এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রূপনারায়নপুর পুলিশের পক্ষ থেকে পালন করা হল 159 তম জন্ম জয়ন্তী পালন

সালানপুর:কোভিডপরিস্থিতিতে রূপনারায়ণপুর পুলিশ এর পক্ষ থেকে পালন করা হল
স্বামী বিবেকানন্দের 159 তম
জন্ম জয়ন্তী পালন।এদিন রূপনারায়নপুর পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে স্বামীজীর প্রতি কৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন ওসি রাহুলদেব মন্ডল এবং অন্যান্য পুলিশকর্মীরা। এরপরই রাস্তায় নেমে মানুষজনকে করোনার বিষয় নিয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হয় এবং পুলিশের উদ্যোগে বহু মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। করোনার তৃতীয় ঢেউ যখন ব্যাপক হারে আছড়ে পড়েছে তখন প্রশাসনিক বিধিনিষেধ মেনে চলাচল করা এবং যতটা সম্ভব নিজেদের সুরক্ষিত রাখার উপায়গুলি যাতে সকলে পালন করেন সেই আবেদন জানানো হয় । পুলিশের এই উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *