উত্তরবঙ্গের ডালখোলায় রেললাইনের উপর দিয়ে উড়ালপুল তৈরির ব্যাপারে কড়া মনোভাব দেখালো হাইকোর্ট
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : উত্তরবঙ্গের ডালখোলায় ডালখোলায় রেললাইনের উপর দিয়ে উড়ালপুল তৈরি করার গতিপ্রকৃতি নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। জমি অধিগ্রহণের কাজ দ্রুত করার আর্জি জানালেন জনস্বার্থ মামলার মামলাকারী দেবেশ সাহার আইনজীবী কল্যাণ কুমার চক্রবর্তী ।মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাকারীর আইনজীবী কল্যাণ কুমার চক্রবর্তী বলেন , ‘ জুন মাসের কলকাতা , ‘ ডালখোলায় উড়ালপুলের কাজ ঢিমে তালে চলছে।’ এই কথা শোনার পর বিষয়টি পর্যবেক্ষণ করে আদালত বলে , জাতীয় সড়ক কর্তৃপক্ষকে রেলের সঙ্গে কথা বলে এই কাজে গতি আনতে হবে।




পাশাপাশি জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বহরমপুর অংশের সম্প্রসারণের কাজেও গতি আনার নির্দেশ দিয়েছে আদালত । আদালতের তরফে রাজ্য সরকারকে দু’সপ্তাহের মধ্যে জাতীয় সড়কের দু’ধারে বেআইনি জবরদখল উচ্ছেদ করার নির্দেশ দেওয়া হয়েছে ।
এরই সঙ্গে বারাসত – কৃষ্ণনগর অংশের জমি অধিগ্রহণের কাজ দ্রুত সম্পন্ন করার আর্জি জানান মামলাকারীর আইনজীবী । তার বক্তব্য ছিল যে, জুন মাসের মধ্যে যেভাবেই হোক জমি অধিগ্রহণের কাজ সেরে ফেলতে হবে । সেটি না হলে বর্ষা চলে আসবে । ‘
দু তরফের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের( NTPC) থেকে নীচু জমি ভরাট করার জন্য যথেষ্ট পরিমাণে ফ্লাই অ্যাশ(FLY ASH) পাওয়া না যাওয়ায় কাজে দেরী হচ্ছে বলে অভিযোগ তোলা হয়।
এই কথা শুনে ডিভিশন বেঞ্চে তরফে এনটিপিসিকে ( NTPC) – কে নির্দেশ দিয়েছে প্রয়োজন অনুযায়ী ফ্লাই অ্যাশ সরবরাহ করতে । মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি । কিন্তু শুনানির আগেই কাজের অগ্রগতির রিপোর্ট আদালতে জমা করে দেওয়ার নির্দেশ দেয় দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ । এখন দেখার এই মামলার নিষ্পত্তি কত দ্রুত হয়।