LatestWest Bengal

Covid- 19 restrictions মেলাতে আপত্তি নেই , বিধিনিষেধ বাড়ল ৩১ জানুয়ারি পর্যন্ত

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্যে বাড়ল করোনা সংক্রান্ত বিধিনিষেধের ( Covid- 19 restrictions) মেয়াদ। ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে রাজ্যে কোভিড বিধিনিষেধ। এমনই জানিয়েছে নবান্ন। তবে এ বার বিয়ে ও মেলা সংগঠনে কিছু ছাড় দেওয়া হয়েছে। নবান্নের যে নির্দেশিকা তাতে বলা হয়েছে, মেলা করা যেতে পারে সমস্তরকম স্বাস্থ্যবিধি মেনে। খোলা আকাশের নিচে মেলা হবে। যদিও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মেলা আবার স্বাস্থ্যবিধি মেনে কীভাবে করা সম্ভব সেটাই স্পষ্ট নয়। মেলা শব্দের মধ্যেই তো বিধি ভাঙার আহ্বান লুকিয়ে থাকে। মেলা মানেই হাজার হাজার মানুষের জমায়েত, বাঁধন খোলা হইচই।

তবে সামনেই মাঘ, ফাল্গুন। ভরা বিয়ের মরসুম। বিয়েতে ৫০ জনের বদলে একসঙ্গে সর্বোচ্চ ২০০ জনের উপস্থিতিতে ছাড় পাওয়ায় খুশি অনেকেই। শনিবার সবে ১ পৌষ। এখনও হাতে অনেকটাই সময়। এরমধ্যে আরও কিছুটা ছাড় পাওয়া যাবে বলেই আশাবাদী তারা। আগামী ৩১ জানুয়ারি অবধি বিয়েবাড়িতে একসঙ্গে সর্বোচ্চ ২০০ জনের উপস্থিতিতে ছাড় দিয়েছে নবান্ন। এছাড়া যে অনুষ্ঠান বাড়িতে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ লোক বা তার কম নিয়ে অনুষ্ঠান করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *