জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির হিন্দুস্থান কেবলস এলাকার এক ড্যাম্পের জলে ভাসতে থাকা অবস্থায় উদ্ধার করা হলো নিউ মার্কেট এলাকার বাসিন্দা এক মৃতদেহ।৮০ বছর বয়সী মানহাই যাদব নামক এই ব্যাক্তির মৃত্যুকে ঘিরে নিউ মার্কেট খাটাল এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।যে ড্যাম্পের জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার কিছুটা দূরেই মানহাই যাদব এর বাড়ি ।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/01/IMG-20220115-WA0001-500x252.jpg)
শুক্রবার সকাল থেকে তিনি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের তরফ থেকে তারা পুলিশ ফাড়িতে মৌখিক জানান এরপরেই শনিবার সকালে স্থানীয় কিছু ব্যাক্তি প্রাতঃ ভ্রমনের সময় ড্যাম্পের জলাশয়ে তার মৃতদেহ ভাসতে দেখা যায়।এই খবর স্থানীয় রূপনারায়নপুর ফাঁড়িতে পৌছালেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকল বেলা জলাশয়ে শৌচকর্ম করতে গিয়েই মৃত্যু বকে মনে করছেন।পুলিশের তরফে জানানো হয়েছে মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।