AMC POLLKULTI-BARAKAR

একই পরিবারের দুই জা দুই দলের প্রার্থী হয়ে প্রচার সারলেন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোলের পৌরনির্বাচনে একই বাড়ির দুই জা হলেন প্রার্থী একজন বিজেপির হয়ে অপরজন তৃণমূলের হয়ে ভোট প্রচারে নেমে প্রচার চালিয়ে যাচ্ছেন । 105 নম্বর ওয়ার্ডের তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনের ময়দানে লড়ছেন ইন্দ্রানী আচার্য।একেবারে কেবিড পরিস্থিতিতে ১০৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী ইন্দ্রানী আচার্য।ইন্দ্রানী আচার্য্য নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী যদিও কংগ্রেস থেকে এর আগের পৌরনির্বাচনএ জয়ী হয়েছিলেন তারপর তৃণমূল যোগদান করেছিলেন এবং বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং দ্বিতীয় বারের জন্য বিজেপির হয়ে পৌরনির্বাচনের প্রার্থী ইন্দ্রানী আচার্য।

ওপর দিকে ১০৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কুলটি ব্লক তৃণমূলের সভাপতি বিমান আচার্য্যর বৌমা শুক্লা আচার্য এদিন কুলটি ব্লক তৃর্ণমূল সভাপতি বিমান আচার্য নিজে ঝান্ডা নিয়ে প্রার্থী বৌমা শুক্লা আচার্য কে নিয়ে কোবিড বিধি মেনে প্রচার সারলেন ওয়ার্ডে।যদিও বাড়িতে দুই যাএর সম্পর্ক বজায় থাকলেও।নির্বাচনের ময়দানে এক চুল জায়গা ছাড়তে নারাজএকে অপরকে। তবে জয়ের ব্যাপারে দুজনেই আশাবাদী।

আসানসোল জেলা হাসপাতালে ৭২ ঘণ্টায় করোনা ওয়ার্ডে সাতজনের মৃত্যু, নজনের বিশেষজ্ঞ কমিটি তৈরি করে দিলেন সিএমওএইচ চিকিৎসায় নজরদারিতে

Covid- 19 restrictions মেলাতে আপত্তি নেই , বিধিনিষেধ বাড়ল ৩১ জানুয়ারি পর্যন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *