AMC POLLASANSOL

আসানসোলে তৃণমূলের প্রচারে কাঁচা বাদাম গানের গায়ক, করোনা বিধি ভঙ্গের অভিযোগ বিজেপির

 

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উৎপল সিংহের সমর্থনে প্রচারে সোমবার বীরভূমের ভুবন বাদ্যকর। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া কাঁচা বাদাম গানটি গেয়েছেন ভুবন বাদ্যকার। বাদাম বিক্রি করতে গিয়ে তার গাওয়া এই গানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।


এদিন নির্বাচনী প্রচারের সময় তাকে দেখতে ১৪ নং ওয়ার্ডের পড়িরা গ্রামে বেশ ভিড় জমে যায়। ফলে করোনা বিধি শিকেয় উঠেছিলো। ভুবন বাদ্যকরও গ্রামের মানুষের অনুরোধে কাঁচা বাদাম গানটি করেন। ভুবন বাদ্যকর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়ে জেতানোর আহ্বান করেন। পরে তিনি বলেন, বাদাম বিক্রেতা থেকে এখন শিল্পী হয়েছি। আমাকে অনেকে সেলিব্রিটিও ভাবছে। আমি শুধু শিল্পী হয়ে থাকতে চাই। আপাততঃ তার রাজনীতিতে যাওয়ার ইচ্ছে নেই।

 काचा बादाम गायक

এই নিয়ে তৃণমূল প্রার্থী উৎপল সিংহ বলেন, এটি একটি গ্রামীণ এলাকা। ভুবন বাদ্যকরকে দেখতে ও তার গান শুনতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। কিন্তু এখানে করোনার হাত থেকে বাঁচার জন্য সব ব্যবস্থা করা হয়েছিল। মানুষের জন্য মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছিলে। তিনি মানতে চাননি যে, ভুবন বাদ্যকরের সভায় করোনা বিধি লঙ্ঘন হয়েছে।


অন্যদিকে, বিজেপি অবশ্য এই নিয়ে শাসক দলকে আক্রমন করতে ছাড়েনি। জেলা বিজেপির সভাপতি দিলীপ দে বলেন, পুর ভোটের প্রচারে করোনা বিধি শুধু বিজেপির জন্য। তৃনমুল কংগ্রেসের জন্য কোন বিধি নেই। আমাদের সব সময় প্রচারে করোনা বিধির কথা বলে পুলিশ বাধা দিচ্ছে। নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো প্রসঙ্গে তিনি বলেন, কোন লাভ নেই জেনেও অভিযোগ করবো অবশ্যই।
এদিন ভুবন বাদ্যকর ২০ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *