অবৈধ কয়লা বোঝাই 14টি ট্রাক আটক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ( Illegal Coal Seized) আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ( Asansol Durgapur Police) কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের বড়োসড় সাফল্য।কুলটি থানার চৌরাঙ্গিফাঁড়ির পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ঝাড়খন্ড থেকে অবৈধকয়লা বোঝাই 14টি ট্রাক আটক করে ।একই সাথে ট্রাকের চালককেও আটক করা হয় বলে পুলিশসূত্রে খবর।এই অবৈধ কয়লা বোঝাই ট্রাকগুলো ঝাড়খন্ড থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিলো বলে খবর সূত্রে যানা গেছে ।