PURULIA-BANKURAWest Bengal

হাতির হানায় গুরুতর আহত একজন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি : সাতসকালে হাতির হানায় ছাতনা ব্লকে গুরুতর আহত একজন, গুরুতর আহত অবস্থায় পাঠানো হলো ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল।

হাতির হানায় গুরুতর আহত স্পপন ভুঁই নামে এক স্থানীয়। এই নিয়ে চরম উত্তেজনা ছড়ালো ছাতনা ব্লক এর বাবুপাড়া সংলগ্ন অঞ্চলে। বারোটি হাতির দল কে দেখতে এলাকাবাসীর ভিড়। ভিড়ের অসচেতনতার জন্য ক্ষুব্দ হাতির কবলে পড়লো একজন। তার মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বনকর্মীরা ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *