ঝাড়খণ্ড থেকে অবৈধ কয়লা আসছে, দুদিনে ২৬ টি ট্রাক আটক, ধৃতদের জেল
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় /সৌরদীপ্ত সেনগুপ্ত আসানসোল, ২১ জানুয়ারিঃ ভিন রাজ্য থেকে ট্রাকে করে আসা অবৈধ কয়লা ধরার ক্ষেত্রে বৃহস্পতিবার আসানসোলের সালানপুর থানার পুলিশ বড়সড় সাফল্য পেলো। এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের দিক থেকে আসা অবৈধ কয়লা বোঝাই ১২টি ট্রাক আটক করে পুলিশ। ৬জন ট্রাক চালক ও ১জন খালাসি সহ মোট ৭ জনকে গ্রেফতার করে, সালানপুর থানার পুলিশ।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/01/IMG-20220120-WA0054-500x281.jpg)
শুক্রবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন।
এদিন রাতে সালানপুর থানার পুলিশ গোপনে খবর পায় যে, ঝাড়খণ্ড থেকে জাতীয় সড়ক হয়ে অবৈধ কয়লা বোঝাই ট্রাক আসছে। সেই মতো মেলেকোলার কাছে অভিযান চালিয়ে পুলিশ ১২টি ট্রাক আটক করে। প্রতিটিতেই অবৈধ কয়লা বোঝাই ছিলো। ৭জনকে গ্রেফতার করে সালানপুর থানার পুলিশ কর্মীরা। ঘটনাস্থল থেকে বেশ কয়েক জন পালিয়েও যায় বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, এইসব অবৈধ কয়লার ট্রাক গুলি ঝাড়খণ্ডের গোবিন্দপুর নিরসা সহ বিভিন্ন স্থান থেকে পশ্চিমবঙ্গের ভিন্ন ভিন্ন জেলার কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিলো। সেই খবর পাওয়া মাত্রই পুলিশ অভিযান চালিয়ে ট্রাকগুলি আটক করেছে।
শুক্রবার এই প্রসঙ্গে আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (পশ্চিম) অভিষেক মুদি বলেন, গত দুদিনে পশ্চিম জোনে অভিযান চালিয়ে ৩০ টির মতো কয়লার ট্রাক আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালক ও খালাসিদের। এইসব ট্রাকগুলো কয়লা নিয়ে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা থেকে বাংলায় ঢুকছিলো। কয়লার কোন বৈধ কাগজ ট্রাকের চালকরা দেখাতে পারেনি। এই ধরনের অভিযান চলবে।