ইসিএলের খোলামুখ খনিতে কয়লা চাপা পড়ে মৃত চার, এলাকায় উত্তেজনা,পরিদর্শনে বিধায়ক

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, দূর্গাপুর, ২৬ জানুয়ারিঃ ইসিএলের খোলামুখ খনি-তে কয়লা চুরি করতে গিয়ে চাপা পড়লো চারজন। পড়ে তাদের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের ফরিদপুর থানার লাউদোহার মাধাইপুর খোলামুখ খনিতে। খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থলে আসেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি খোলামুখ খনি থেকে কোনরকম নিরাপত্তা ছাড়াই কয়লা তোলার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, খুবই দুঃখ জনক ঘটনা। যে চারজন মারা গেছেন তারা একই পরিবারের। তাদের কোন ক্ষতি পূরণ দেওয়া যায় কিনা তা দেখা হচ্ছে।


জানা গেছে, বুধবার ভোররাতে মাধাইপুর খোলামুখ খনিতে বেশ কয়েকজন অবৈধভাবে কয়লা চুরি করতে নামে। তারপর খনিতে ধস নামে। আর তার তলায় চাপা পড়েন তারা। স্থানীয় বাসিন্দাদের সূত্রেও কয়লা চুরি করতে যাওয়ার কথা জানা যায় । খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় মানুষেরা । দ্রুত উদ্ধারের দাবিতে ছড়ায় উত্তেজনা । উত্তেজনার আশঙ্কায় ঘটনাস্থলে আসে বিশাল সংখ্যায় পুলিশ । শুরু হয় উদ্ধার কাজ । প্রথমে কিশোর বাউড়ি নামের এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে । পরে একে একে আনাহরি বাউড়ি (৫০ ),শ্যামল বাউরি (২৩ ),নটবর বাউরি ( ২৫ ) ও পিংকি বাউরি (৩০) নামে চারজনের দেহ উদ্ধার হয় মেশিন দিয়ে কয়লা সরিয়ে । আহত ও মৃত সকলেই একই পরিবারের বলে স্থানীয়রা জানান ।
তাদের আরও অভিযোগ যখন থেকে খোলামুখ খনির হয়েছে তখন থেকেই এখানে অবৈধভাবে কয়লা চুরি হয় । প্রতিদিন ভোর রাতে চলে চুরির ঘটনা । পুলিশ প্রশাসন চুরি বন্ধে আগে ব্যবস্থা নিলে এই দুর্ঘটনা ঘটতো না বলে স্থানীয় বাসিন্দারা জানান ।
সকালে এলাকায় আসেন আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি ( পূর্ব) অভিষেক গুপ্তা। পরে তিনি বলেন, কয়লা চুরি করতে নেমে এই খোলামুখ খনিতে চাপা পড়ে মৃত্যু হয়েছে চারজনের। আহত হয়েছে আরো একজনের। মৃতরা এলাকারই বাসিন্দা ও একই পরিবারের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।